আনন্দ রেস্তোরাঁ ও সান্দ্রা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা & রোগিদের মাঝে ইফতারি বিতরণ







আনন্দ রেস্তোরাঁ ও সান্দ্রা ফাউন্ডেশনের যৌথ  উদ্যোগে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা &  রোগিদের মাঝে ইফতারি বিতরণ

 নারায়নগঞ্জের অভিজাত  আনন্দ রেস্তোরাঁ & সান্দ্রা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ মংগলবার বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্য কর্মকর্তা ও রোগিদের মাঝে ইফতারি বিতরণ করেন, আনন্দ রেস্তোরাঁর কর্ণধার জনাব তমাল সাহেব।
 এক প্রতিক্রিয়ায় রেস্তোরাঁর কর্ণধার বলেন, বর্তমান পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মকর্তারা, যেভাবে করোনা যুদ্ধে ঝাপিয়ে পড়েছে,  এই সব করোনা যোদ্ধাদের জন্য সামান্য কিছু করতে পেরে আমরা অনেক আনন্দিত, বর্তমান পরিস্থিতিতে করোনা যোদ্ধারা উনাদের জীবন বাজি রেখে যেভাবে সেবা দিচ্ছেন সেটার কোন মূল্য হয় না,  আমরা তাদের এই ত্যাগ কে সম্মান জানাই & উনাদের উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
এবং, সাথে সাথে ধন্যবাদ দেই বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা আলাউল কবির দীপু কে আমাদের এমন মহতী কাজের সুযোগ করে দেয়ার জন্য।
 ডা দীপু এক মুঠোফোন বার্তায় , স্বাস্থ্য কর্মকর্তা দের সাথে  রোগিদেরও ইফতারের এই আয়োজনে যোগ করায়    আনন্দ রেস্তোরাঁ & সান্দ্রা ফাউন্ডেশন কে  বিশেষ ধন্যবাদ দেন। 
উল্লেখ্য গত কাল ই এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই জন করোনা রোগি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

Comments