বন্দর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথম দুই করোনা রোগি সুস্থ হয়ে বাড়ী ফিরলেন
বন্দর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথম দুই করোনা রোগি সুস্থ হয়ে বাড়ী ফিরলেন।
নারায়নগঞ্জের বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নেয়া করোনা রোগিরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। গতকাল প্রথম দুই করোনা রোগির পর পর দুই টি স্যাম্পল নেগেটিভ আসায় তাদের বাড়ি তে ফেরার নির্দেশ দেন কর্তৃপক্ষ। ডাক্তারদের সার্বক্ষণিক সেবায় সুস্থ হয়ে ওঠা দুই জন হলেন, মোঃ হোসেন ভূইয়া & সবুজ মিয়া। তাদের এখন কোন শারীরিক সমস্যা নেই। উল্লেখ্য, গত ২৭ এ এপ্রিল ওনারা কভিড পজেটিভ হলে উক্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
তাদের নিয়মিত চিকিৎসা সেবা দেন উক্ত হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আলাউল কবির দীপু। সম্পুর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরে খুশি সবুজ মিয়া। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সবুজ মিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের আইসোলেশনের দিন গুলো অনেক কঠিন ছিল, আমাদের মনোবল অনেক ভেংে গিয়েছিল, আমরা আর কোন দিন বাড়ি ফিরব, পরিবারের সাথে দেখা হবে ভাবতে পারি নাই। এখানকার ডাঃ দীপু স্যার ও অন্যান্য ডাঃ স্যার রা আমাদের নিয়মিত খোজ নিয়েছেন, সেবা দিয়েছেন, মনোবল ঠিক রাখতে অনেক সাহায্য করেছেন, স্যার দের জন্য অনেক দোয়া করি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসাক ডাঃ দীপু বলেন, উনাদের সুস্থতা আমাদের জন্য অনেক বড় পাওয়া, যুদ্ধ জয়ের মত আনন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ধীন সুস্থ হওয়া প্রথম দুই জনের সার্বিক মংগল কামনা করে ডা দীপু আরো জানান, তাদের ১৪ দিন আরো বাড়িতে কোয়ারেন্টাইন থাকা সহ অন্য নিয়ম কানুন বুঝিয়ে দেয়া হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর &IEDCR এর প্রটোকল মেনেই চিকিৎসা দেয়া হয়েছে। সাথে সাথে তিনি কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যার দূরদর্শি নেতৃত্ব এ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উপজেলা লেভেল হাসপাতালে পর্যন্ত কভিড আইসোলেশন ইউনিট করা হয়েছে & প্রয়োজনীয় সব সরঞ্জাম দিয়েছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক UHFPO ডা আব্দুল কাদির নিজে করোনায় আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি রোগিদের নিয়মিত খোজ নেয়া ও প্রয়োজনীয় পরামর্শ দেয়ায় ডা আব্দুল কাদের স্যার কেও ধন্যবাদ জানান উপজেলার আবাসিক চিকিৎসক ডা আলাউল কবির দীপু। অন্যান্য ভর্তিকৃত রোগিরাও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকরা।







Comments
Post a Comment