জাতীয় শোক দিবসে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা সহ দিনবর নানান কর্মসূচি পালন
★জাতীয় শোক দিবসে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা সহ দিনবর নানান কর্মসূচি পালন★
মূল খবর-
স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী, কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল, মোনাজাত , বিনামূল্যে চিকিৎসা সেবা ও এক আলোচনা সভার আয়োজন করা হয় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা আলাউল কবির দীপু র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO ডা মাহবুবা সাঈদ বলেন, ১৫ ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের এই শোক কে শক্তিতে পরিনত করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমাদের চিকিৎসক সমাজ কে সাধারন মানুষের সুচিকিৎসা নিশ্চিত করাই হবে, এই মহান নেতার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা। আমরা যত সাধারন, গরীব দুঃখি মানুষকে মন থেকে সেবা করবো, ওনার আত্মা ততই শান্তিতে থাকবেন।
উক্ত আলোচনা সভায় আরো বক্তৃতা করেন হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা শাহাজাদী , মেডিকেল অফিসার ডা মোস্তাফিজুর রহমান, ডা ইসরাত জাহান,ডা. তানজিলা, ডা এম এম ফারুক হোসেন, ডা সাবিনা। আলোচনা সভায় হাসপাতালের সর্ব স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে আলোচনা সভা সহ বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করেন।
ঃঃ অনলাইন নারায়ণগঞ্জ ঃঃ







Comments
Post a Comment